bangladesh
 24 Aug 19, 12:25 PM
 57             0

মুজিব নগর সরকারের উপদেষ্টা মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক॥

মুজিব নগর সরকারের উপদেষ্টা মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ মুজিব নগর সরকারের উপদেষ্টা, প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাপের (মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফ্ফর আহমেদের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সংগে স্মরণ করেন। প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফ্ফর আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')