News71.com
 Bangladesh
 30 Jul 19, 01:44 PM
 113           
 0
 30 Jul 19, 01:44 PM

মদনে পানিতে ডুবে প্রতিবন্ধী তরুণীর মৃত্যু।।

মদনে পানিতে ডুবে প্রতিবন্ধী তরুণীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনার মদনে আজ সোমবার পানিতে ডুবে শাবনাজ আক্তার (২১) নামের এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাউশা গ্রামের জমশেদ আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানাযায়, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শাবনাজ আক্তার রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে গেলে তার সন্ধান মেলেনি। আজ সোমবার সকালে বাড়ির পাশে পাছ আলমশ্রী গ্রামের ডোবায় তার মৃত দেহ ভেসে উঠলে খবর চারদিকে ছড়িযে পড়ে। পরিবারের লোকজন তার সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনার মর্গে প্রেরণ করে। এস আই নূরুল আমীন জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নেত্রকোনার নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী উক্ত ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন