News71.com
 Bangladesh
 30 Jul 19, 12:08 PM
 113           
 0
 30 Jul 19, 12:08 PM

ডেঙ্গু ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি জানাল বিএনপি॥

ডেঙ্গু ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি জানাল বিএনপি॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মশা নির্মূলে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি বলছে, দুই মেয়র যারা শুধু বিভ্রান্তিমূলক নানান কথা বলছেন, কিন্তু কাজ করছেন না। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মশা নিধন করতে। ব্যর্থতার দায়-দায়িত্ব নিয়ে দুই সিটি মেয়রকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী বিষয়গুলো মনিটরিং করতে ব্যর্থ হয়েছেন, কার্যকর ব্যবস্থা নিতে পারেননি তারও পদত্যাগ দাবি করছি। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। ফখরুল বলেন, ডেঙ্গু সারা দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমরা হতাশা ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার এই ডেঙ্গু সঙ্কটকে লেজে গোবরে করে ফেলেছে। অর্থাৎ একদিকে সিটি কর্পোরেশনের মেয়রা তাদের কথা বলছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কখনো তাকে এটা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। কখনো তারা বলছেন যে, তারা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু তারা পেরে উঠছেন না, এটা সরকারের দায়িত্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন