News71.com
 Bangladesh
 29 Jul 19, 10:18 PM
 154           
 0
 29 Jul 19, 10:18 PM

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল॥খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল॥খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্কঃ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এ দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছি। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে, এই দেশ স্বাধীন হতো না। আমার বিশ্বাস আমি মন্ত্রী হতে পারতাম না। আমরা যদি স্বাধীনও না হতাম। আমরা যখন এই সুযোগটা পেয়েছি বিশ্বের দরবারে মাথা উচু করার। আমরা দেশটাকে ভালবাসি। আমরা সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলতে শিখি। সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে গেলে সোনার ছেলেদের আমরা সোনার খনি তৈরী করি।

তিনি আজ সোমবার নওগাঁর ১৬ বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ১৬ বিজিবি’র অধিনায়ক ও বিদ্যালয়ের সভাপতি লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সাকলায়েন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ১৬৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার উদ্ধোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন