News71.com
 Bangladesh
 29 Jul 19, 10:17 PM
 165           
 0
 29 Jul 19, 10:17 PM

ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা॥

ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়। এতে আরো জানানো হয়, ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামী ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন