
জাবি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ক্লিনার, সুইপার ও মালিদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ছুটি বাতিল করেছে।
এদিকে আজ (২৮ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং নিহত উ খেং নু’র ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ মিছিল এবং পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে উপাচার্য বরাবর আবেদন জানিয়েছে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই ক্যাম্পাসে ডেঙ্গু রোগের জীবানুবাহী এডিস মশা ধ্বংস করা এবং এডিস মশার প্রজনন ও বিস্তাররোধে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে প্রশাসন। মশা নিধনকারী ওষুধ স্প্রে করা হচ্ছে। আবাসিক হল, বাসাবাড়ি, অনুষদ বিল্ডিং ও অফিসে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার করা এবং নানা স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এডিস মশা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।