
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসছে ঈদুল আজহার আগেই মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেছেন, বেগম খালেদা জিয়াকে নির্জলা ও হাস্যকর বানোয়াট মামলায় ফরমায়েশী রায়ে গত ১৮ মাস কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ৭৪ বছর বয়সী চারবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। পিজি হাসপাতালের চার দেয়ালে বন্দী রেখে নামমাত্র চিকিৎসা দেয়া হচ্ছে তাঁকে। সেখানে ভর্তির পর এখনও তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসেনি, তাঁর বিছানা থেকে উঠতে, ঠিকমত খাওয়া-দাওয়া করতে এবং স্বাভাবিকভাবে হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে।
স্বাভাবিকভাবে চলাফেরা করতেও তাঁর অসুবিধা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত ঈর্ষা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামিনে সরাসরি বাধা দিচ্ছেন। মিথ্যা মামলাগুলো জামিনযোগ্য হলেও তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা চোখের সামান্য সমস্যার জন্য রাষ্ট্রীয় খরচে লন্ডন চলে গেছেন চিকিৎসা করাতে। আর খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ণ-নির্যাতনসহ কারাবন্দী হওয়ার পূর্বে শরীরে বিভিন্ন অস্ত্রোপচারজনিত নানা অসুস্থতায় ভোগার পরেও তাঁর চাহিদা মতো দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার আগেই মুক্তি দিতে হবে। তার জামিন নিয়ে টালবাহানা বন্ধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।