News71.com
 Bangladesh
 26 Jul 19, 01:32 PM
 231           
 0
 26 Jul 19, 01:32 PM

রাজধানীতে পুলিশ বক্সের পাশে বোমা রাখার দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী আইএস॥

রাজধানীতে পুলিশ বক্সের পাশে বোমা রাখার দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী আইএস॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে পুলিশের দুটি চেক পয়েন্টের পাশে বোমা পুঁতে রাখার ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। আজ বৃহস্পতিবার সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি। আইএসের দাবি, ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টে হামলার উদ্দেশ্যে এই বোমা দুটি স্থাপন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে আইএস সম্পৃক্ততার তথ্যটি এখনও নিশ্চিত করা হয়নি। বিস্ফোরণের আগেই গত বুধবার রাতে খামারবাড়ি ও পল্টন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ কমিশনার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, এর পেছনে আইএস, জেএমবি বা কোনো সংঘবদ্ধ দল জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত ১২টার দিকে খামারবাড়ি মোড়ের পুলিশ চেকপোস্টের কাছে থেকে এই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন