News71.com
 Bangladesh
 24 Jul 19, 08:03 PM
 160           
 0
 24 Jul 19, 08:03 PM

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটনাকারীদের কঠোরভাবে দমন করা হবে ॥ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটনাকারীদের কঠোরভাবে দমন করা হবে ॥ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, ‘যারা নানা রকম গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন, তারা সফল হবেন না। আমরা মানবতায় বিশ্বাস করি। ধর্মান্ধতা এখানে নেই।’ রাজ্জাক আরো বলেন, যারা ধর্মকে পুঁজি করে জঙ্গিদের মতো গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের আমরা কঠোরভাবে দমন করবো। এখানে কেউ গুজব রটিয়ে সফল হবেন না। আব্দুর রাজ্জাক আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী, দেশজুড়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও সামাজি অস্থিরতারোধে করণীয় নির্ধারণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। রাজ্জাক বলেন, সারাদেশে বন্যা। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমরা টিম ভিত্তিক কাজ করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আহামরি কিছু করতে পারছি না। কিন্তু বানভাসি মানুষের পাশে আমরা আছি, এটা জানান দেয়ার চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন