News71.com
 Bangladesh
 24 Jul 19, 07:58 PM
 139           
 0
 24 Jul 19, 07:58 PM

রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা॥রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট বড় বাধা॥রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

নিউজ ডেস্ক : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যাপ্ত কোচ থাকলেও রেলের শিডিউল রক্ষায় ইঞ্জিন সংকট সবচেয়ে বড় বাঁধা। তিনি বলেন, চলমান ট্রেনগুলো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের সাহায্যে চালাতে গিয়ে ট্রেনের শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। ইঞ্জিন সংকট থাকলেও চলতি বছরে ২২০টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ দেশে পৌঁছাবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন,এসব কোচ দিয়ে চলতি বছরে ৫টি ও ২০২০ সালের জুনের মধ্যে ৭টি নতুন ট্রেন চালু করা হবে। এছাড়া ইঞ্জিন সংকট কাটাতে ভারত থেকে ২০টি ইঞ্জিন ভাড়ায় আনার বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে। নূরুল ইসলাম সুজন বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।


এর আগে মন্ত্রী বুধবার সকালে নগরীর হালিশহরস্থ রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমি ও পোর্টইয়ার্ড পরিদর্শন এবং সেখানকার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। রেলমন্ত্রী বলেন, একসময় রেলওয়ের অনেক সুনাম ছিল। সেই সুনাম আবারও ফিরিয়ে আনতে পুরো রেলবিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে। তিনি বলেন,‘রেলের উন্নয়নের জন্য যা যা করা দরকার সবই আমাদের সরকার করবে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য বিশেষ অ্যাপ চালু করাও রেলওয়ের ডিজিটাল সেবার অংশ। মিটারগেজের ২৬টি কোচ দিয়ে নতুন ট্রেন চালু করার বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, রংপুরে মাত্র একটি ট্রেন যাওয়া-আসা করে। যেটির জন্য বিব্রতকর অবস্থায় পড়ি। কারণ ৫ থেকে ৬ ঘন্টা ওই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। সেটি মাথায় রেখে নতুন ২৬টি কোচ দিয়ে ঈদের আগেই একটি নতুন ট্রেন ওই রুটে যুক্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন