News71.com
 Bangladesh
 24 Jul 19, 07:57 PM
 171           
 0
 24 Jul 19, 07:57 PM

নবনির্মিত উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

নবনির্মিত উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক: ঢাকা মহানগরের আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে পুলিশের দ্রুত কর্মস্থলে আসা-যাওয়ার জন্য ঢাকা শহরের চারপাশে চারটি আঞ্চলিক পুলিশ লাইন্স স্থাপনের উদ্যোগ নিয়েছিল সরকার। তারই ধারাবাহিকতায় নবনির্মিত উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার ডিএমপি কমিশনারের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের যাত্রা শুরু হলো। এ সময় পুলিশ লাইন্সের পাশাপাশি উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কমিশনার।

রাজধানীর তুরাগ থানার সুন্দর ও মনোরম পরিবেশে ১০ একর জমির উপর উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্স স্থাপন করা হয়েছে। পুলিশ লাইন্সটি ডিএমপি’র এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সার্বিক তত্ত্ববধায়নে নির্মাণ করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সরকারের পক্ষ থেকে ঢাকা শহরের চারপাশে ৪টি পুলিশ লাইন্স করার উদ্যোগ নেয়া হয়েছিল। সেগুলো হলো- তুরাগ, বসিলা, ডেমরা ও পূর্বাচল। ডেমরা পুলিশ লাইন্স ইতোমধ্যে চালু হয়েছে।এবার যাত্রা শুরু হলো উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের। তিনি বলেন, ডেমরা পুলিশ লাইন্সে থাকবে পিওএম পূর্ব বিভাগ ও উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সে থাকবে পিওএম পশ্চিম বিভাগ। ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদসহ ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন