News71.com
 Bangladesh
 24 Jul 19, 12:43 PM
 144           
 0
 24 Jul 19, 12:43 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক॥  

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক॥   

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রদূতরা জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোকবার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পাঠানো শোকবার্তায় বলেন, ভারতের প্রধানমন্ত্রী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছি। এছাড়াও তিনি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মোদী তার শোকবার্তায় আরও বলেন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা মানুষ কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন মোদি। জিএম কাদের বলেন, ভুটান, পাকিস্তান, চীন ও চীনের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দেশ ও সংস্থা পল্লীবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন