News71.com
 Bangladesh
 24 Jul 19, 12:21 PM
 979           
 0
 24 Jul 19, 12:21 PM

বান্দরবনের লামায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা॥

বান্দরবনের লামায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা॥

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় মো. আলমগীর হোসেন সিকদার (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে নিজেদের বাগান বাড়ির কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। লাশের পাশ থেকে খুনের কাজে ব্যবহৃত রক্তমাখা দা ও আলমগীরের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপেলা রাজু নাহা বলেন, আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে ইতিমধ্যে আমাদের একটি টিম পৌঁছে গেছে। এলাকায় গিয়ে খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো। লামার সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল আলম জানান, আলমগীর হোসেন সিকদার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর তার বাবা মোহাম্মদ আলী সিকদার লামা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে আলমগীরের বাবা-মা দুজনই পবিত্র হজব্রত পালনের জন্য মক্কায় অবস্থান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন