News71.com
 Bangladesh
 23 Jul 19, 08:22 PM
 168           
 0
 23 Jul 19, 08:22 PM

২৯ জুলাই রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু॥ ফিরতি টিকিট মিলবে ৫ আগস্ট থেকে

২৯ জুলাই রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু॥ ফিরতি টিকিট মিলবে ৫ আগস্ট থেকে

নিউজ ডেস্কঃ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, ঈদুল আযহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পাঁচটি পয়েন্ট থেকে বিক্রি করা হবে। ফিরতি টিকিট দেয়া হবে ৫ আগস্ট থেকে। রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী আরো বলেছেন, যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একনাগারে টিকিট বিক্রি চলবে। বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন