News71.com
 Bangladesh
 21 Jul 19, 01:09 PM
 94           
 0
 21 Jul 19, 01:09 PM

ঢাবির অধিভুক্ত সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে ভবনে তালা, ক্লাস বর্জন॥

ঢাবির অধিভুক্ত সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে ভবনে তালা, ক্লাস বর্জন॥

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। দাবি না মেনে নেয়া পর্যন্ত তালা খুলবেন না বলে জানান শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেয়া যায়, অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতে এলেও তিনজন ছাত্রী ও তিনজন ছাত্র মূল ভবনে তালা লাগিয়ে হাতে ফেস্টুন নিয়ে বসে আছেন। এসময় ক্লাস করাতে আসা শিক্ষকরা সাত কলেজ সমস্যার সমাধান আস্তে আস্তে হবে আশ্বাস দিয়ে তালা খুলে দিতে আহ্বান জানান। তবে তারা আন্দোলন থেকে সরে আসেননি। এদিকে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের ফলে সকালে ক্লাস করতে এসে ফিরে গিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


এর আগে ৮টায় কর্মচারীরা তালা খুলতে এলে তাদের বাধা দেয় আন্দোলনকারীরা। এই আন্দোলনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে। তবে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতে এলেও তাদের ভেতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নিজেদের ঢাবির শিক্ষার্থী পরিচয় দেয়, ফলে তাদের পরিচয় সংকটে পড়তে হচ্ছে। এ বিষয়ে আন্দোলন কর্মী আসিফ বলেন, আমরা রেজিস্টার বিল্ডিং, কলাভবন, এফবিএস, সমাজ বিজ্ঞান অনুষদে তালা ঝুলিয়েছি। সাত কলেজের বাতিলের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার আগে আমাদের অবস্থান থেকে সরে আসবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন