News71.com
 Bangladesh
 20 Jul 19, 12:38 PM
 182           
 0
 20 Jul 19, 12:38 PM

বন্যার কারনে সারাদেশের জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত॥

বন্যার কারনে সারাদেশের জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত॥

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম। তিনি বলেন, দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ১৮ ও ২১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। অপরদিকে, একই কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯ ও ২০ জুলাইয়ের সকাল ও বিকালের সব বিএ/বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ও ২৬ অক্টোবর এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

অপরদিকে গত বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম জানান, আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটির সময় অপরিবর্তিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন