
নিউজ ডেস্কঃ ভারতে মুসলমানদের নির্যাতন-হত্যার প্রতিবাদে আগামী ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। এসময় দূতাবাসে স্মারকলিপি দেবে চরমোনাই পীরের দল। আজ শুক্রবার রাজধানীল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা ইতিহাসের জঘন্য হত্যাযজ্ঞ, নির্যাতন চালিয়ে ধর্ম নিরেপেক্ষতার মুখোশ বিশ্ববাসীর সামনে উম্মোচন করেছে। এই হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জাতিসংঘ ও ওআইসি রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোনও উপকার হবে না। প্রয়োজন মুসলিম জাতিসংঘ গঠনের। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।