
নিউজ ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী ও তাদের সরাসরি সমর্থনকারী আওয়ামী লীগ থেকে কাল শনিবার সাময়িক বহিস্কার হচ্ছেন। ২০০ নেতার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া ১৪০ উপজেলা চেয়ারম্যানের নামও আছে।এই ২০০ নেতাকে সাময়িক বহিস্কার করার পাশাপাশি কেন স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শানো নোটিশও পাঠানো হবে। আগামীকাল থেকেই ডাকযোগে শোকজ নোটিশ পাঠানো শুরু হচ্ছে বলে দলীয় সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর আওয়ামী লীগের হাইকমান্ড তা যাচাই-বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে গত ১২ জুলাই সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ওই নেতাদের সাময়িক বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বহিষ্কৃতদের কয়েক ধাপে চিঠি দেওয়া হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল শনিবার বেলা ১১টায় দলের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনসমূহের যৌথসভায়। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।সূত্রটি আরও জানায়, নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করা ৬২ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের কাছে শোকজ নোটিশ পাঠানোর বিষয়টিও এ বৈঠকে চূড়ান্ত হতে পারে। প্রসঙ্গত, পাঁচ ধাপে অনুষ্ঠিত ৪৭৩টি উপজেলার নির্বাচনে ১৪৯টিতে চেয়ারম্যান পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীদের ১৪০ জনই আওয়ামী লীগের বিদ্রোহী। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দলের বিদ্রোহী হিসেবে ধরে নেয় আওয়ামী লীগ।