News71.com
 Bangladesh
 19 Jul 19, 08:39 AM
 161           
 0
 19 Jul 19, 08:39 AM

সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে ভূল করলে অপরাধ হবে না॥দুদক চেয়ারম্যান

সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে ভূল করলে অপরাধ হবে না॥দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ সিআরপিসি (প্যানাল কোড) অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনও ভূল বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, সেটিকে বড় করে সমস্যা মনে করার কথা নয়। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে, তা নিশ্চিত হতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ৫ম দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে। সাংবাদিকদের দুদক চেয়রম্যান আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখার জন্য আমরা ডিসিদের বলেছি। কোথাও অনিয়ম পেলে আমাদের জানাতে বলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন