News71.com
 Bangladesh
 18 Jul 19, 06:14 PM
 177           
 0
 18 Jul 19, 06:14 PM

রিফাত হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজী গ্রেফতার।।

রিফাত হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি রিশান ফারাজীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে গ্রেফতারের কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে কখন কোথা থেকে রিশানকে গ্রেফতার করা হয়েছে, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। রিশান বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং ওই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ১০ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও এ মামলার চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। রিশান ফরাজীকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন