
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সরকার অবহেলা ও উদাসীনতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বুধবার বেলা ১১ টায় রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে দলের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। বন্যায় দুর্গতদের মাঝে সরকারের ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের তীব্র নিন্দা জানিয়ে ড. কামাল হোসেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি শিশু মৃত্যুসহ জানমালের অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন। গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিনের নেতৃত্বে একটি ত্রাণ টিম রংপুরে বন্যাদুর্গত এলাকায় রওনা দিয়েছেন বলেও সভায় জানানো হয়। সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট মহসিন রশীদ, মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ।