News71.com
 Bangladesh
 18 Jul 19, 10:12 AM
 140           
 0
 18 Jul 19, 10:12 AM

রেললাইনের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ সংসদীয় কমিটির॥

রেললাইনের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ সংসদীয় কমিটির॥

নিউজ ডেস্কঃ সকল বড় শহরগুলোর রেল লাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।এদিকে, মিটির সভাপতি বলেন, বিভিন্ন স্থানে রেলওয়ের কোটি কোটি টাকার জায়গা দখল করে নেয়া হয়েছে। রেলওয়ের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে এটি করা হয়েছে। তাই রেলের ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ করেছে কমিটি।

সংসদের গণসংযোগ বিভাগ মাধ্যমে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়- ‘মাদকাসক্ত সনাক্তকরণ ডোপ টেস্ট প্রবর্তন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে প্রবেশকালে বাধ্যতামূলক ডোপটেস্ট করা হবে। কমিটির সদস্যরা সঠিকভাবে ডোপটেস্ট করার ও ব্যাটালিয়ন আনসার ফোর্সকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন