
নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকল সেবা এখন অনলাইনে প্রদান করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আমদানি ও রপ্তানি অধিদফতরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) চালু করা হলো। এতে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন বলে তিনি মন্তব্য করেন।' আজ বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেনশন হলে আমদানি রপ্তানি অধিদফতর আয়োজিত 'অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম)' এর উদ্বোধন এবং সাতদিন ব্যাপী 'নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'ওএলএম চালুর ফলে ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। ব্যবসায়ীগণকে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে আর আমদানি-রপ্তানি অফিসে আসার প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, 'পেপারলেস (কাগজবিহীন) ট্রেড সুবিধা প্রদানের জন্য আমরা বিশ্ববাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসা পরিচালনার জন্য ইতিমধ্যে অনেক শর্ত শিথিল করা হয়েছে। সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীগণ দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন। অতি বিনয়ের সঙ্গে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করতে হবে।'