News71.com
 Bangladesh
 17 Jul 19, 02:19 PM
 50           
 0
 17 Jul 19, 02:19 PM

নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১২ গ্রাম প্লাবিত॥

নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১২ গ্রাম প্লাবিত॥

নিউজ ডেস্কঃ নওগাঁয় অতিবৃষ্টি ও ভারিবর্ষনের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।এদিকে নওগাঁর মান্দায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে কসবা ও বিষ্ণপুর ইউনিয়নের ১০/১২টি গ্রাম প্লাবিত হয়গারাজ বুধবার ভোরে উপজেলার চকবালু এলাকায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ১শ ফিট ভেঙ্গে গেছে। এতে প্রায় ৬/৭ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা ও প্রশাসন জানিয়েছেন, আত্রাই নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বাঁধ ভেঙ্গে গেছে গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে আত্রাই নদীর ৩০টি পয়েন্টে বাঁধে ফাটল দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও কর্মচারীদের দেখা যায়নি। এর ফলে এই ভাঙ্গন হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে পারেনি।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাই নদীর পানি মান্দা উপজেলার জোতবাজারে বিপদসীমার ৯০ সেন্টিমিটার ও পত্মীতলার উপজেলার শিমুলতলীয় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবহাওয়া পরিষ্কার হলে আগামী বৃহস্পতিবার থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দা উপজেলার কসবা, নূরুল্লাবাদ ও বিষ্ণপুর ইউনিয়নের ১০/১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬/৭ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। বাঁধের অন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তদারকি করছেন পাউবোর লোকজন ও স্থানীয়রা। বাঁধ টিকিয়ে রাখতে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত) মাহবুবুর রহমান জানান, বন্যা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। আগামীকাল থেকে বন্যার পানি কম যাবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন