News71.com
 Bangladesh
 17 Jul 19, 01:52 PM
 118           
 0
 17 Jul 19, 01:52 PM

নকল বাবা সাজিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা রোহিঙ্গা নারীর॥

নকল বাবা সাজিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা রোহিঙ্গা নারীর॥

নিউজ ডেস্কঃ দেশ আজ ডিজিটাল নিয়ম মেনে চলে তাই কোনো ছলচাতুরির প্রশ্ন আসলে তা প্রতিহত করা সম্ভব। সজাগ আর সচেতন আজ প্রতিটি প্রতিষ্ঠান। আর তাই পাসপোর্ট করতে গিয়ে সাজানো বাবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে সন্ধ্যায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। আটক আসামীরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়ার ফজর আলীর ছেলে আমির হোসেন (সাজানো বাবা) ও উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে রোহিঙ্গা ছেনুয়ারা বেগম (২১)।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, উভয়ের কথাবার্তায় সন্দেহজনক মনে হয় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদের ফাঁকে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, তার ফাতেমা খাতুন নামে একটি মেয়ে রয়েছে। ছেনুয়ারাকে ফাতেমা সাজিয়ে পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট উপস্থাপন করেন। পুলিশকে তথ্য প্রদান করলে পুলিশ এসে তাদের আটক করে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করে উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন