News71.com
 Bangladesh
 17 Jul 19, 01:52 PM
 111           
 0
 17 Jul 19, 01:52 PM

আ.লীগের প্রতিপক্ষ এখন পুরো বাংলাদেশ॥ সংসদ সদস্য রুমিন ফারহানা

আ.লীগের প্রতিপক্ষ এখন পুরো বাংলাদেশ॥ সংসদ সদস্য রুমিন ফারহানা

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন বিএনপি নয়, আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন পুরো বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি করলে নির্যাতিত হতে হয়, গুম হতে হয়। ঘরে ঘরে নির্যাতিত মানুষ বাড়ছে। তাই দেশের মানুষ আজ জেগে উঠেছে। আমরা সংসদে যে আওয়াজ তুলেছি, আজ সারাদেশে সেই আওয়াজ উঠেছে। বর্তমান সরকার, দুর্নীতি-লুটপাটের সরকার। তারা আর বেশিদিন টিকতে পারবে না। তিনি বলেন, আমি জীবনে কখনও শুনি নাই যে ঘটনায় কেউ আহত বা নিহত হলো না আর সেই ঘটনায় ৯ জনকে ফাঁসি দেয়া হলো। এই দেশে ন্যায় বিচার থাকলে দন্ডপ্রাপ্তদের উচ্চ আদালত থেকে সাজামুক্ত করে আনা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য র্যরিস্টার রুমীন ফারহানা, বগুড়া সদর আসনের সংসদ সদস্য জিএম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি হারুন অর রশিদ, পাবনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমূখ। বিএনপি নেতৃবৃন্দরা বলেন, একটি দুঃসহ কঠিন অবস্থার মধ্যে চলছে দেশ। দেশে এখন জুলুমের শাসন চলছে। সরকার আর মানুষের মাঝে কোনও সম্পর্ক নেই। মিথ্যা ঘটনা সাজিয়ে ঈশ্বরদী বিএনপির ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে দশ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এ সময় হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে দন্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নেতারা। জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন