News71.com
 Bangladesh
 17 Jul 19, 01:51 PM
 100           
 0
 17 Jul 19, 01:51 PM

মাদারীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার॥

মাদারীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার লক্ষিগঞ্জ এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে রাত ১০টায় পুলিশ লাশটিকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে স্থানীয়রা রাস্তি ইউনিয়নের লক্ষিগঞ্জ এলাকার একটি ধান ক্ষেতে অজ্ঞত এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে তারা মাদারীপুর সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। লাশটি কয়েকদিন আগে থেকে ধান ক্ষেতে পরে আছে বলে ধারণা পুলিশের। লাশটি অর্ধগলিত ও লাশ থেকে প্রচুর দুর্গদ্ধ বের হচ্ছে। তবে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু কিভাবে হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন