News71.com
 Bangladesh
 17 Jul 19, 01:50 PM
 115           
 0
 17 Jul 19, 01:50 PM

এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন রওশনের॥

এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন রওশনের॥

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানানোর জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ এমপি। গত মঙ্গলবার তিনি বলেন, ‘তার মৃত্যুতে আপনারা যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তার জন্য আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।’

এদিকে, সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। বিশেষ করে প্রাণপ্রিয় রংপুরবাসীর আবেগ ও ভালোবাসার সম্মানার্থে এরশাদকে রংপুরের মাটিতে সমাধিস্থ করার বিষয়ে তিনি এবং তার পরিবার সন্মতি প্রকাশ করেছেন জানিয়ে রওশন বলেন, বৃহত্তর রংপুরবাসীর অভূতপূর্ব এ আবেগ ও ভালোবাসায় তিনি এবং তার পরিবার আজীবন কৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন। তিনি এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন। প্রসঙ্গত, হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। রংপুরে এরশাদের বাসভবন পল্লী নিবাসের লিচু তলায় আজ তার দাফন সম্পন্ন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন