News71.com
 Bangladesh
 16 Jul 19, 07:13 PM
 162           
 0
 16 Jul 19, 07:13 PM

দায়িত্বরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় আহত সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু॥

দায়িত্বরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় আহত সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ দায়িত্ব-কর্তব্যের দৃষ্টান্ত স্থাপন করলেন সার্জেন্ট কিবরিয়া।। পেশাগত দায়িত্বপালনের সময় কাভার্ডভ্যান চাপায় আহত বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্প পুলিশের এএসআই আবদুল খান চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউতে থাকা বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া মারা গেছেন তবে কখন মারা গেছে সে সময়টি জানা যায়নি।তিনি আরও বলেন, ডেথ সার্টিফিকেট পেলে সময় জানা যাবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। বেলা সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া। কিন্তু কাভার্ডভ্যানটি ট্রাফিকের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যান। এতে তার দুই পায়ের ৪টি স্থান ভেঙে যায় এবং মূত্রথলি ক্ষতিগ্রস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন