News71.com
 Bangladesh
 16 Jul 19, 07:04 PM
 127           
 0
 16 Jul 19, 07:04 PM

বন্যার পানির স্রোতে নৌকা ডুবে শিশুসহ ৫ জন নিহত॥

বন্যার পানির স্রোতে নৌকা ডুবে শিশুসহ ৫ জন নিহত॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে নৌকা ডুবে ৪ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী দূর্ঘটনা সম্পর্কে বলেন, ‘আমরা ২০/২৫ জন নারী-পুরুষ ও শিশুসহ নৌকা নিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া স্বজনদের বাড়ি দেখতে যাই। নৌকাটি ওই বাড়ির কাছাকাছি গেলে পানির তীব্র স্রোতে নৌকাটি তলিয়ে যায়। এ সময় অপর একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধারের সহায়তা করে। এ ঘটনায় অনেকে সাঁতরিয়ে পাশ্ববর্তী উঁচু স্থানে উঠে আসে। পরে পানিতে তলিয়ে যাওয়া রূপামণি (৮), হাসিবুর ও রুনা বেগমকে (৩২) উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃতু হয়।’

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফখরুল আলম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর নিখোঁজ ২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, মর্মান্তিক এ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন