নিউজ ডেস্কঃ যোগাযোগ ব্যবস্থায় মানুষকে সঠিক সেবা দিতে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে সরকার। সময়ের সাথে তাল মিলিয়ে রেলপথে যাত্রীসেবা আরো এক ধাপ এগিয়ে নিতে স্বাধীনতার ৪৮ বছর পর এই প্রথম ঢাকা-বেনাপোল রুটে চালু হতে যাচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে রেল সার্ভিস। জানা গেছে, আগামীকাল ১৭ জুলাই বেনাপোল এক্সপ্রেস নামে এই রেল চালু হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এই অঞ্চলের মানুষ মহাখুশি।
বিশিষ্টজনরা মনে করছেন, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ চালু হলে নিয়মিত যাত্রী পরিসেবার পাশাপাশি বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির কাজে নিয়োজিত ব্যবসায়ীদেরও যাতায়াত সহজতর হবে। যাত্রী ও ব্যাবসায়ী উভয়ের জন্য খুলে যাবে সম্ভাবনার এক নতুন দিগন্ত । প্রতিটি ক্ষেত্রেই মানুষ যেমল অনেক সুবিধা পাবে তেমনি রেলেওয়েরও এই রুট লাভজনক হবে বলে ব্যবসায়ীরা মনে করেন। তবে সব সময় ট্রেনের সিডিউল ঠিক রাখার পাশাপাশি অন্যান্য পরিসেবার সাথে সংশ্লিষ্ট সকলকে সদা সতর্ক থাকতে থাকতে হবে। কারন এর সাথে দেশের সন্মান জড়িত থাকবে।