নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুর থেকে নিয়ে যেতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন রংপুর সিটি মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান। আজ সোমবার তিনি এ কথা বলেন। জানা গেছে, আজ বাদ আছর বায়তুল মোকাররমে সাবেক রাষ্ট্রপতি এরশাদের তৃতীয় জানাজা নামাজ শেষে তার মরদেহ পুনরায় সিএমএইচের হিমঘরে রাখা হবে।এর পরে আগামীকাল মঙ্গলবার সেখান থেকে মরদেহ হেলিকপ্টারে করে রংপুর নিয়ে যাওয়া হবে এবং বাদ জোহর রংপুর জেলা স্কুলের মাঠে এরশাদের শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবারই এরশাদের মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হবে। এদিকে, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, মঙ্গলবারই এরশাদের মরদেহ ঢাকায় ফিরিয়ে এনে সেনাবাহিনীর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। আগামী বুধবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে।