নিউজ ডেস্কঃ ঈদের টিকিটের দামের সাথে চাহিদা বেশি থাকায় ভোগান্তির স্বীকার হতে হয় ঘরমূখী যাত্রীদের। কেউ কেউ হতাশ হয়ে পড়েন টিকিট না পেয়ে। এই বিষয়কে লক্ষ্য রেখে আগামী ২৯ জুলাই থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির আশাবাদ ব্যক্ত করেছে্ন রেলের সংশ্লিষ্টরা। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ওই সূত্রটি।
উল্লেখ্য, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল সূত্র। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া। রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আযহা কে সামনে রেখে একটি বৈঠক করা হয়েছে। উক্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। যা চলতে পারে ২ আগস্ট পর্যন্ত। তবে রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।