News71.com
 Bangladesh
 15 Jul 19, 08:20 PM
 88           
 0
 15 Jul 19, 08:20 PM

নান্দাইলে আচমকা ঘূর্ণিঝড়, গাছ উপড়ে স্কুলছাত্রের মৃত্যু॥

নান্দাইলে আচমকা ঘূর্ণিঝড়, গাছ উপড়ে স্কুলছাত্রের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ দেশজুড়ে চলছে কোথাও বন্যা, ভূমিকম্প, শিলাবৃষ্টি ছাড়াও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগ ।কোথাও পরিবারকে অসহায় করে দিয়ে যাচ্ছে একটি বজ্রপাত। এমনই একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামে সোমবার বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে মো. রুমন মিয়া (১০) নামে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। সে অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। জানা গেছে, পিতা-মাতা হারা ওই ছাত্রটিকে জনৈক এরশাদ মিয়া নামে একজন লালন-পালন করতেন।

এদিকে, নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষে শিশুটির দাফন-কাফনের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা অভিভাবকের কাছে প্রদান করেছেন বলে জানা গেচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন