News71.com
 Bangladesh
 15 Jul 19, 01:23 PM
 132           
 0
 15 Jul 19, 01:23 PM

লালমনিরহাটে টর্নেডোর আঘাতে ঘর-বাড়ি লণ্ডভণ্ড॥নিহত ১

লালমনিরহাটে টর্নেডোর আঘাতে ঘর-বাড়ি লণ্ডভণ্ড॥নিহত ১

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে আজ রবিবার ভোর রাতে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এখন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম। নিহত আলেজা বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামের ইব্রাহিম হোসেন স্ত্রী। স্থানীয়সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে প্রথমে টর্নেডোর সূত্রপাত হয়। পরে একে একে পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের হানা দেয়। উক্ত ঘটনায় অনেকে আহত হয়েছেন এছাড়া গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতরা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।


এদিকে, ক্ষতিগ্রস্ত্র কয়েকজন জানান, অকস্মিক ভাবে টর্নেডো সৃষ্টি হওয়ায় তারা কিছুই বুঝতে পারেননি। তাদের মাথার ওপর থেকে বসতঘর উড়ে গেছে। কারও কারও বসতঘর ৬-৭শ’ মিটার দূরে উড়ে গিয়ে ক্ষেতে পড়েছে। এদিকে খবর পেয়ে ৪টি ইউনিয়নে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম সাত্তার পরির্দশন করেছেন। লালমনিরহাটের জেলা প্রশাসক দায়িত্বে থাকা এডিসি (রাজস্ব) আহসান হাবীব বলেন, ‘পাটগ্রামে টর্নেডোর আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন