News71.com
 Bangladesh
 15 Jul 19, 12:49 PM
 131           
 0
 15 Jul 19, 12:49 PM

ইসি মাহবুব তালুকদারের কাছে রিজেন্ট এয়ারের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ॥

ইসি মাহবুব তালুকদারের কাছে রিজেন্ট এয়ারের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ॥

নিউজ ডেস্কঃ দেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারের বিজনেস ক্লাসের টিকেট কাটার পরও ইকোনমি ক্লাসে ভ্রমণে বাধ্য হওয়ার অভিযোগ তুলেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ ঘটনাকে সম্মানহানিকর উল্লেখ করে প্রতিকার চেয়েছিলেন তিনি। গতকাল রোববার সকালে মাহবুব তালুকদারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠায় রিজেন্ট এয়ার। আর সেই চিঠি পেয়ে ক্ষমা করে ঐ সংস্থাকে ক্ষমা করে দিয়েছেন এ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। মাহবুব তালুকদার চিঠি গ্রহণ করে বলেছেন, রিজেন্ট কর্তৃপক্ষ খুব বিনীতভাবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমি ক্ষমা করে দিয়েছি। এ বিষয়ে আর কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। গত ২৭ জুন রিজেন্ট এয়ারওয়েজে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সরকারি সফরে ঢাকা থেকে চট্টগ্রামে যান। এই সফরে তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন। তাঁদের বিজনেস ক্লাসের টিকিট ছিল এবং তাতে ভিআইপি সিল দেওয়া ছিল। বিমানে ওঠার পর তিনি দেখতে পান বিজনেস ক্লাসে কোনো সিট খালি নেই। এর ফলে তাঁকে ও তাঁর স্ত্রীকে ইকোনমি ক্লাসে বসানো হয়। এই ঘটনা তিনি রিজেন্ট এয়ারওয়েজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করেন। ঢাকায় ফিরে আসার পর বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারকে অবহিত করেন।

এই ঘটনার পর রিজেন্ট নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সঙ্গে যোগাযোগ করে এবং দুঃখ প্রকাশ করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে। রিজেন্টের চেয়ারম্যান ইয়াসিন আলীর পক্ষে প্রতিষ্ঠানের দুজন পরিচালক ক্ষমা প্রার্থনা করে চিঠিটি মাহবুব তালুকদারের কাছে অর্পণ করেন। নির্বাচন কমিশন এ ঘটনায় রিজেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দেয়। ইসি কর্মকর্তারা জানান, এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে রিজেন্ট এয়ারওয়েজ মাহবুব তালুকদারের সঙ্গে যোগাযোগ করে এবং দুঃখপ্রকাশ করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে। রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলীর নির্দেশনায় তার পক্ষে কর্তৃত্বপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান ও পরিচালক সোহেল মজিদ সকালে ক্ষমাপ্রার্থনার পত্রটি নির্বাচন কমিশনারের কাছে অর্পণ করেন। পরে তা গ্রহণ করেছেন নির্বাচন কমিশনার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন