News71.com
 Bangladesh
 14 Jul 19, 08:19 PM
 925           
 0
 14 Jul 19, 08:19 PM

রাজশাহীতে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ॥ লাপাত্তা প্রতিষ্ঠান প্রধান

রাজশাহীতে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ॥ লাপাত্তা প্রতিষ্ঠান প্রধান

নিউজ ডেস্কঃ রাজশাহীর পবা উপজেলার ইউনাইটেড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিএসসি কোর্সে ভর্তির প্রত্যেক শিক্ষার্থী ৪০ হাজার টাকা করে পরিশোধ করেও পরীক্ষায় বসতে পারেনি। ৩০ শিক্ষার্থীর ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রতিষ্ঠান প্রধান। গত শনিবার সন্ধ্যায় শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়, গত ২৭ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্য ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোর একই শিক্ষাবর্ষের (২০১৮-১৯) শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হলেও তাদের পরীক্ষার কোনো ব্যবস্থা করেনি কলেজ কর্তৃপক্ষ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ৩০ শিক্ষার্থীর শিক্ষাজীবন। ছাত্র-ছত্রীরা অন্যান্য শিক্ষকদের নিকট চাইলে, তারা কিছু জানেন না উল্লেখ করে ইন্সটিটিউটের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। দেখা করতে না পেরে মোবাইলে যোগাযোগ করলেও তাদের কল রিসিভ করেননি ব্যবস্থাপক।

গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে ওই ইন্সটিটিউটের রিসিপশনিস্ট নিপা নামে একজন মোবাইলে জানান, ইন্সটিটিউটের এমডি মেহেদী হাসান দেশে নেই। কবে আসবেন তাও তিনি বলতে পারেন না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হওয়া এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হওয়ায় প্রতি বছর নবায়ন করতে হয়। টাকার অভাবে নবায়ন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হওয়ায় ভর্তি হতে পারছে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের টাকা এমডি ফেরত দিতে চেয়েছেন। এদিকে, শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন