News71.com
 Bangladesh
 14 Jul 19, 08:18 PM
 157           
 0
 14 Jul 19, 08:18 PM

জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে স্ত্রী বিদিশার আবেগঘন স্টাটাস॥

জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে স্ত্রী বিদিশার আবেগঘন স্টাটাস॥

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন। বিদিশা এরশাদ ফেসবুক পোস্টে লিখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়া তে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’ উল্লেখ্য, তিনি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ আজ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন