News71.com
 Bangladesh
 14 Jul 19, 07:29 PM
 158           
 0
 14 Jul 19, 07:29 PM

প্রধানমন্ত্রীর ট্রেনবহরে হামলায় সাজাপ্রাপ্তদের আদালতে আত্মসমর্পণ॥জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীর ট্রেনবহরে হামলায় সাজাপ্রাপ্তদের আদালতে আত্মসমর্পণ॥জামিন নামঞ্জুর

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর ট্রেনবহরে হামলা মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা আজ রবিবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলী তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেনড়া।উল্লেখিত আসামিদের মধ্যে পাঁচজন যাবজ্জীবন ও তিনজন দশ বছর কারাদণ্ডপ্রাপ্ত। এ নিয়ে সাজাপ্রাপ্ত মোট ৪০ জন আসামি জেলহাজতে রয়েছেন। এছারাও পলাতক রয়েছেন সাতজন। মারা গেছেন পাঁচজন। পলাতকদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাকারিয়া পিন্টু এখনও পলাতক। আত্মসমর্পণকারী আসামিরা দের মধ্যে মৃত পিয়ার আলীর ছেলে আজাদ হোসেন ওরফে খোকন অন্য একটি মামলায় আগে থেকে জেলহাজতে রয়েছেন। তিনিও এ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত দুই নম্বর আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের সার্টিফাই নকল কপি তুলে নির্ধারিত একমাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, আসামিদের পক্ষে খুব শিগগির উচ্চ আদালতে আপিল করা হবে। উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বহনকারী ট্রেনবহরে গুলি ও বোমা হামলা চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন