News71.com
 Bangladesh
 14 Jul 19, 07:29 PM
 147           
 0
 14 Jul 19, 07:29 PM

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক॥

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জী শোক প্রকাশ করে তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রয়াণে আমি গভীর ভাবে শোক প্রকাশ করছি। আদতে কোচবিহারের বাসিন্দা এরশাদের সঙ্গে আমার অত্যন্ত সু সম্পর্ক ছিল। প্রয়াত এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলনেতা ছিলেন ৷ তার প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি এরশাদের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আজ সকাল পৌনে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তার প্রয়ানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন