News71.com
 Bangladesh
 14 Jul 19, 12:46 PM
 202           
 0
 14 Jul 19, 12:46 PM

অচল বিমানবন্দর সড়ক, যানযটের সৃষ্টি ॥

অচল বিমানবন্দর সড়ক, যানযটের সৃষ্টি ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর সড়কের অবস্থা যেন রুপ নিয়েছে এক শোচনীয় পরিবেশের। যেখানে সেখানে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে যার ফলে সৃষ্টি হচ্ছে যানযটের বিমানবন্দর থেকে উত্তরা এবং উত্তরা থেকে বিমানবন্দরগামী সড়কে। রাস্তায় আটকে আছে শত শত গাড়ি। জানা গেছে, ভারী বষর্ণে এই সড়কে কোথাও কোথাও হাটু পানি রয়েছে। অন্যদিকে, মেট্রো রেলের কাজ চলায় সড়কও চেপে গেছে।যার ফলশ্রুতিতে এ সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। এতে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন