নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র মো. রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক পদে মনোনীত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।জানা গেছে, আজ রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন এই কমিটিকে পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।