News71.com
 Bangladesh
 14 Jul 19, 12:45 PM
 144           
 0
 14 Jul 19, 12:45 PM

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।।

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নুপুর সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় শ্রাবণী মালো নামে তার এক সহপাঠী আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ওমর ফারুক জানান, নুপুর ও শ্রাবণীর বাড়ি গাজীপুরে। কোচিং করতে ঢাকায় এসেছিল তারা। বাড়ি ফেরার পথে ট্রেন ধরতে স্টেশনে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা স্টেশনের পূর্বদিকের প্ল্যাটফর্মে ছিল। ট্রেন ধরতে পশ্চিম দিকের প্ল্যাটফর্মে আসার জন্য ফ্লাইওভার ব্যবহার না করে তারা নিচ দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢাকার বাইরে থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে ঢুকছিল। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হঠাৎ করে তারা ট্রেন দেখে আবার ফিরে আসতে চেয়েছিল। তখন দু’জনেই চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। নুপুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রাবণীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন