News71.com
 Bangladesh
 13 Jul 19, 11:20 PM
 159           
 0
 13 Jul 19, 11:20 PM

যমুনার পানি বিপদসীমার ওপরে ।। জামালপুরে ১৫ গ্রাম পানিবন্দী

যমুনার পানি বিপদসীমার ওপরে ।। জামালপুরে ১৫ গ্রাম পানিবন্দী

নিউজ ডেস্কঃ টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা দেখা দিয়েছে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৬৯ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এ কারনেই ইসলামপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সংবাদসূত্র জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলি, শিংভাঙ্গা, বাবনা, পূর্ববাবনা, দেওয়ানপাড়া, কড়ইতলা, ডেবরাইপ্যাচ, নন্দনেরপাড়, বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর, চরবড়ুল, শিলদহ, সিন্দুরতলী ও কুলকান্দি ইউনিয়নের বেড়কুশা, জিগাতলা ও চরকুলকান্দি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। এর আগে ২০১৭ সালের বন্যায় বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ মেরামত না করায় সেসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। এছাড়াও ব্রহ্মপুত্র, জিনজিরামসহ শাখা নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। ধারনা করা হছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোও বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন