News71.com
 Bangladesh
 13 Jul 19, 11:20 PM
 151           
 0
 13 Jul 19, 11:20 PM

ঢাকা বিমানবন্দর পুলিশের তল্লাশি॥৩৮টি স্বর্নের বার সহ ২ বিমান কর্মী আটক

ঢাকা বিমানবন্দর পুলিশের তল্লাশি॥৩৮টি স্বর্নের বার সহ ২ বিমান কর্মী আটক

নিউজ ডেস্কঃ প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনা পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিমানের ট্রাফিক হেলপার এমদাদ হোসেন চৌধুরী (৪৬) ও তাঁর সহযোগী আবদুর রহিম (৩৫)। আজ শনিবার দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের সামনে থেকে এমদাদকে এবং পরে তাঁর সহযোগী রহিমকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত আসামীদের নিকট থেকে প্রায় চার কেজি ওজনের সোনার ৩৮টি বার জব্দ করা হয়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া)কর্তৃক জানা গেছে, বিয়ারিংয়ের প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে সোনা নিয়ে আসা হয়েছিলো। আসে। সোনার চালানটি নিজের কাছে নেন এমদাদ। এর পর বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের সামনে এমদাদকে আটক করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে সোনার ৩৮টি সোনার বার পাওয়া যায়। পরে এমদাদের সহযোগীতায় তারই সহযোগী রহিমকে আটক করা হয়। উল্ল্বখ্য, আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন