নিউজ ডেস্কঃ বজ্রপাত একটি আকষ্মিক দূর্ঘটনা। দেশের বিরাজমান বন্যা পরিস্থিতির পাশাপাশি চলছে বজ্রপাত। প্রান যাচ্ছে মানুষ কিংবা বন্য বা গৃহপালিত প্রানির। আজ বিকেলে এমনই একটি দূর্ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে। জানা গেছে, মাঠে কলাবাগান থেকে কলা কাটার সময় বজ্রপাত ঘটে এবং সেখানেই তিনজন নিহত হয়েছেন। বজ্রপাতে মৃত্যুবরণকারীরা সকলেই কৃষি শ্রমিক। নিহতদের সকলের বাড়ি মেহেরপুরের কানাইডাঙ্গা গ্রামে।
উক্ত বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের গোলাম রসুলের ছেলে মোহাম্মদ হুদা (৩৫), মকবুল হোসেনের ছেলে আল আমিন (৩০) ও বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)।
তথ্যসূত্রে জানা যায়, নিহতরা জীবিকা নির্বাহের তাগিদে আলমডাঙ্গা এলাকায় কৃষিকাজ করতে এসেছিলেন। অন্য শ্রমিকরা তাদের লাশ মেহেরপুরে নিয়ে গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সোনীয়া আহমেদ জানান, তিনজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন কিন্তু হাসাপাতালে পৌছার আগেই তারা মারা যান। অন্য শ্রমিকরা তাদের লাশ মেহেরপুরে নিয়ে গেছেন।