নিউজ ডেস্কঃ দেশের সার্বিক দূর্যোগ ব্যবস্থার দিকে দৃষ্টি রেখে এবং অতিবৃষ্টির কারণে পাহাড় ও ভূমিধস জনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামে ২৮৪টি মেডিকেল টিম গঠন ও কন্ট্রোল রুম চালু করেছে সিভিল সার্জন কার্যালয়। কন্ট্রোল রুমে কথা বলতে এবং সকল প্রকার সাহায্য পেতে ৬৩৪৮৪৩ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, প্রত্যেক উপজেলায় ৫টি করে মোট ৭০টি, প্রতিটি ইউনিয়নে ১টি করে ২০০টি, আরবান ডিসপেনসারি ও জেনারেল হাসপাতালসহ ২৮৪টি মেডিকেলে টিম কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব মেডিকেল টিম ২৪ ঘণ্টা সেবা দেবে তাছাড়া সরকারি সব চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করছেন।সাথে সাথে মেডিকেল টিমের জন্য পর্যাপ্ত ওষুধসহ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ঝুঁকিপূর্ণ এবং দূর্যোগ সম্ভাবনাময় ১৯টি জেলার সিভিল সার্জনকে মেডিকেল টিম গঠন ও কন্ট্রোল রুম চালুর নির্দেশনা দেওয়ার প্রেক্ষিতে এই মেডিকেল টিম ও কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন।