News71.com
 Bangladesh
 13 Jul 19, 11:17 PM
 123           
 0
 13 Jul 19, 11:17 PM

গুম, খুন ও ধর্ষণ বন্ধে রাষ্ট্রপতির নিকট জাতীয় সংলাপ দাবি বিএনপির।।

গুম, খুন ও ধর্ষণ বন্ধে রাষ্ট্রপতির নিকট জাতীয় সংলাপ দাবি বিএনপির।।

নিউজ ডেস্কঃ গুম, খুন ও ধর্ষণের মহামারি থেকে দেশকে রক্ষা করতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছে জাতীয় সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আয়োজিত এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, রাষ্ট্রপতি যদিও আওয়ামী লীগের কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি দল নিরপেক্ষ। তিনি জাতীয় একটি সংলাপ আহ্বান করে যত দ্রুত সম্ভব গুম, খুন, হত্যা ও ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। এটি থেকে একেবারে রক্ষা পেতে হলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, গুম, খুন, হত্যা, ধর্ষণের মহামারি থেকে রক্ষা পেতে অবশ্যই এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন