News71.com
 Bangladesh
 13 Jul 19, 11:16 PM
 107           
 0
 13 Jul 19, 11:16 PM

রুটিন চেকআপে আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের॥

রুটিন চেকআপে আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের॥

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হবেন। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রেজভী আহমেদ যাবেন। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের।

এর আগে গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখান থেকে ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর ২০ মার্চ ওই হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন