News71.com
 Bangladesh
 13 Jul 19, 12:07 PM
 116           
 0
 13 Jul 19, 12:07 PM

দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম চালু, ১০৯০-তে জানায়াবে পূর্বাভাস॥

দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম চালু, ১০৯০-তে জানায়াবে পূর্বাভাস॥

নিউজ ডেস্কঃ সারা দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ে (সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৫ম তলা) কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। উল্লেখিত, পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪২৫ নম্বর রুমে স্থাপিত কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২৯৫৭০০২৮। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, এই কন্ট্রোল রুমে সারাদেশের বন্যা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। বন্যা সংক্রান্ত তথ্য দেয়ার জন্য জনগণকে কন্ট্রোল রুমের বর্ণিত নাম্বারে ফোন করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’র টোল ফ্রি ১০৯০ নম্বরে ফোন করার পর ৫ প্রেস করে বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন